জাভা প্রোগ্রামিং ২য় পর্ব ।
গত পর্বে আলোচনা করেছিলাম জাভা প্রোগ্রামিং কি ও কেন শিখব ? আজকের পর্বে আলোচনা করছি কিভাবে জাভা প্রোগ্রামিং শিখা শুরু করা যায় ।
প্রতিটি প্রোগ্রামিং এর জন্য কিছু স্বতন্ত্র টুলস আছে তেমনি জাভার জন্যও আছে ।
জাভা শুরু করার আগে আপনার কম্পিউটারে যে যে টুলস লাগবে । প্রথমেই লাগবে জাভা ডেভেলপমেন্ট কিট। এটি আপনার কম্পিউটারে জাভা প্লাটফর্মের তৈরীর কাজে আসবে। আর জাভা ডেভেলপমেন্ট কিট পেতে এই লিঙ্কটিতে যান। http://www.oracle.com/technet…/…/javase/downloads/index.html
এবং সেখান থেকে আপনার সিস্টেম এর প্রয়োজন আনুযায়ী JAVA SE টি ডাউনলোড করুন। আর বুজতে প্রোব্লেম হলে ইউটিউবে অনেক ভিডিও আছে তা দেখেও ডাউনলোড করতে পারেন ।
আরেকটি জিনিস লাগবে তাহল জাভা কোড লেখার জন্য একটা ইডিটর। আমি এইখানে Eclipse ব্যবহার করে কোড গুলো লিখব । আপনারা চাইলে NETBEANS অথবা IntelliJ IDEA অথবা অন্য যেকোন ইডিটর ইউজ করতে পারেন। Eclipse পেতে এই লিঙ্ক :http://www.eclipse.org/downloads/ টি ব্যবহার করতে পারেন অথবা গুগল সার্চ করেও ডাউনলোড করতে পারেন।
এতটুকু করতে পারলে আগামী দিন থেকে কোড লেখা যাবে , তাই এই কাজ টুকু করে নিন ।
No comments