About Me
বর্তমানে গণিত বিষয় এ অধ্যায়ন করছি এবং Computer Science and Technology নিয়ে University Of The People, Pasadena, California তে অধ্যায়নরত আছি । এছাড়া, CyberCodex Software Solutions Ltd. এ Software Developer হিসাবে নিযুক্ত আছি । বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীনে লারনিং আরনিং ডেভলপমেন্ট প্রজেক্ট এর লট 15 তে হেড হিসেবে নিযুক্ত আছি। আমি ২২৫ টির ও বেশি প্রেজেক্ট নিয়ে কাজ করেছি। এছাড়া, স্কুুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল এবং বর্তমানে কুষ্টিয়ার স্বনাম ধন্য কোচিং ইউনি-মিশন এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লেকচারার হিসাবে কাজ করছি। আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন । আপনার যেকোনো মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য । আপনার মতামত জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন ।
No comments