ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

কম্পিউটার প্রোগ্রামিং

প্রোগ্রামিং কিভাবে কাজ করেঃ



প্রোগ্রামিং হল কম্পিউটারের ভাষা। আমরা জানি কম্পিউটার ০ এবং ১ ছাড়া অন্য কিছু বুঝে না। কিন্তু তারপরেও কম্পিউটার দিয়ে আমরা কত কিছু করতে পারি, গান শুনা, ভিডিও দেখা, পরীক্ষার ফলাফল তৈরি করা ইত্যাদি। কম্পিউটার তো ০ আর ১ ছাড়া কিছুই বুঝে না তাহলে এতকিছু কিভাবে করে? কম্পিউটার কে এত কিছু করতে সাহায্য করে প্রোগ্রাম। আপনি যখন কম্পিউটারের কীবোর্ড থেকে ‘A’ প্রেস করেন তখন প্রোগ্রাম ‘A’ কে  ‘1000001’ তে পরিবর্তন করে কম্পিউটার কে বুঝিয়ে দেয়। যদি কম্পিউটারে প্রোগ্রাম করা না থাকত তাহলে আপনি ‘A’ বুঝাতে ‘1000001’ টাইপ করতে হত। প্রোগ্রাম মানুষের দেওয়া ইনপুট গুলোকে মেশিন কোডে পরিবর্তন করে সব কাজ করে।আপনি কম্পিউটার বলতে বাক্সের মত যেই বস্তুটা দেখেন সেটা যদি মানুষের দেহের সাথে তুলনা করেন তাহলে কম্পিউটারের ভেতরে যে প্রোগ্রাম থাকে সেটাকে তুলনা করতে হবে মানুষের আত্মার সাথে।

No comments

Powered by Blogger.