জাভা প্রোগ্রামিং ৩য় পর্ব ।
আজকের পর্বে জাভা কোডিং করার পুরোপুরি পরিবেশ তৈরি হয়ে যাবে আশা করছি ।
আমরা প্রথমেই আমদের পিসিতে জাভা ইন্সটল করে নেই।এর জন্য আমারা যেই সেটাপ ফাইল টি ডাউনলোড করেছিলাম তার .EXE ফাইল টি ক্লিক করি। তারপর নরমাল ইন্সটল এর মত ইন্সটল করি। ইন্সটল হল কিনা তা দেখার জন্য
১। Command Promt এ যান সেখানে গিয়ে লিখুন জাভা। যদি নিচের মত কিছু দেখতে পান তাহলে আপানার কম্পিউটারে জাভা সঠিক ভাবে ইন্সটল নিয়েছে।
(Picture 1)
যাদের আমার মত দেখাবে না তাদের যা করতে হবে তাহলঃ
২। আপনাকে ইনভায়রণমেন্ট ভেরিয়েবল ঠিক করতে তাই প্রথমে “My computer” icon এর উপর রাইট ক্লিক করি । সেখান থেকে প্রপারটিজ এ ক্লিক করি। তারপর বামপাশের সারি থেকে “Advanced system settings” e ক্লিক করি। তারপর নিচের মত একটা উইন্ডো আসবে সেখান থেকে “Environment variable” এ ক্লিক করি। নিচের মত উইন্ডো থেকে path কে সিলেক্ট করুন। (Picture 2)
এবার আপনি আপানার কম্পিউটারে যেখানে জাভা ইন্সটল দিয়েছেন ওই ফোলডারে ঢুকি। তারপর Bin Folder এ ক্লিক করি। এবার আপনার মাউস এর কার্সরটি নিয়ে নিচের ছবির মত জায়গায় একটি মাত্র ক্লিক করি ।
(Picture 3)
এখন পুরো URL (ইউ আর এল) টি কপি করে path এর একেবারে শেষে বসিয়ে দিন। এবার খালি ok প্রেস করে বেরিয়ে আসুন। এখন আপনার কম্পিউটার জাভা কাজ করবে ।
এখন আসি IDE ইন্সটল এর পালা। Eclipse ডাউনলোডের জন্যhttp://www.eclipse.org/downloads/ এ গিয়ে Eclipse Classic অথবা Eclipse IDE for Java Developers দুইটার যে কোন একটা ডাউনলোড করে নিন। একটা zip ফাইল ডাউনলোড হবে। তা আনজিপ করে যেকোন জাগায় রাখলেই Eclipse দিয়ে কোড লেখার জন্য রেডি হয়ে যাবে। eclipse.exe ওপেন করলে আপনাকে Workspace দেখাতে বলবে। Workspace ডিফল্ট রাখতে চাইলে ওকে করুন অথবা আপনি অন্য আরেকটা ফোল্ডার দেখিয়ে দিয়ে ওকে করুন। এখন জাভার জন্য এনভায়রমেন্ট রেডি।
No comments