ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল [পর্ব-২২] :: Backlink Management Strategy

আরো কিছু specialized directories হিসেবে আমরা নিচের directories এর কথা বলতে পারি। আপনারা এসব আগে থেকেই জানেন আশা করি। যেমন:
  • Article directories
  • video directories
  • rss feed directories
  • podcast directoriesa
  • software directories
  • infographic directories
  • wiki directories etc.
কিভাবে বিভিন্ন Blogger এর সাথে যোগাযোগ করবেন
  • যে সমস্ত ব্লগার আপনার ইন্ডাষ্ট্রি সম্পর্কিত লেখালেখি করে
  • তাদের সাথে personal connection তৈরি করার চেষ্টা করুন
  • কখনই তাদের automated কোন request অথবা e-mail পাঠাবেন না
  • তাদের কখনো আপনার press release এর কপিও পাঠাবেন না।
Content promotion ঠিকভাবে করুন
  • এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক ভিজিটর পাবেন।
  • অনেক ব্যাকলিঙ্ক পাবেন।
  • আর সবচেয়ে বড় কথা হল, সার্চ ইঞ্জিন এ আপনার ranking ও increase করবে।

কিভাবে Link worthy content তৈরি করবেন:

  • যদি আপনি আমাদের উদাহরণের সাইটের কথা ধরেন, তাহলে আমরা কিছু technical article তৈরি করতে পারি, যেখানে আমরা হয়ত এটা describe করতে পারি যে, কিভাবে আমরা Amazon বাদেও অন্য সাইট থেকে Free books download করতে পারি। এই পোস্টে আমরা প্রচুর পরিমানে Screen shot দিব step by step. এভাবে আমরা একটি পোস্ট তৈরি করতে পারি।
  • তারপর আমরা এই একই বিষয়ের উপর একটি video টিউটোরিয়াল তৈরি করে আমাদের ব্লগে embed করতে পারি। এটাকে আমরা youtube ও অন্যান্য ভিডিও সাইটে upload করতে পারি।
  • Same topic এর উপর step by step ভিডিও podcast তৈরি করে আমাদের সাইট ও বিভিন্ন podcast directories এ এগুলো submit করতে পারি। একই টপিক এর উপর ভিন্ন ভিন্ন content তৈরি করার উদ্দেশ্য হল, একটা wider range of visitors এর কাছে পৌছানো এবং একই সাথে আমরা বিভিন্ন স্থান থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছি এবং কিছু ভিজিটরও পাচ্ছি।
  • যখন আমরা এরকম বিভিন্ন ধরনের বা format এর কন্টেন্ট বিভিন্ন ওয়েবসাইটে publish করবো তখন আমরা এ সম্পর্কিত একটি press release করতে পারি, বিভিন্ন pressrelease submit direcotoryতে যেমন: 24-7pressrelease.com
  • তারপর আমরা আমাদের ব্লগের RSS Feed বিভিন্ন ধরনের RSS blog directories এ সাবমিট করতে পারি। এরকম কয়েকটা সার্ভিস হল, Feedage, Feedzilla etc. এই সাইটেও দেখতে পারেন, http//www.toprankblog.com/rss-blog-directories অথবা "Rss directory" লিখে গুগলে সার্চ করতে পারেন। অনেক সাইট পাবেন।
  • ইচ্ছা করলে আমরা আমাদের Article এর abbreviated version করে বিভিন্ন article directory তে সাবমিট করতে পারি। এমন কিছু সাইট হল: articlebase, goarticles, articlealley, articledashboard ইত্যাদি।
  • Guest blogger হিসেবে বিভিন্ন সাইটে লিখতে পারি। আমাদের সাইটের সাথে Relevant বিভিন্ন ভাল অথরিটি ব্লগ সাইটে আমরা ভাল আর্টিকেল পোস্ট করতে পারি, এখান থেকেও আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি।
  • যেহেতু আমাদের সাইটটা amazon related product sell করার জন্য তাই আমরা অ্যামাজান এর deals of the day optionটা ব্যবহার করতে পারি এবং এই deals of the day সম্পর্কিত পোস্ট করতে পারি।
  • আমরা আমাদের Free Kindle books টিউটোরিয়াল বিভিন্ন foreign language এ লিখতে পারি। প্রথমে যে কোন একটা language এ ফোকাস করলাম পরবর্তীতে আমরা এইটা ১৫-২০ language এ convert করে ফেলতে পারি, এভাবে আমরা নতুন নতুন কন্টেন্ট strategy তৈরি করতে পারি। তারপর এই কন্টেন্ট সম্পর্কে আমরা english ও অন্যান্য foreign lanuage এ annouce করতে পারি।
  • একটা পোস্ট লিখতে পারি- কিভাবে kindle কে charge করতে হয় এবং কিভাবে books download করা যায় (অন্যান্য ভাষাভাষীদের জন্য) এবং এ জন্য কিছু country কে আমরা focus করতে পারি। এটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ photographs দিতে পারি তাতে মানুষজনের বুঝতে সুবিধা হবে। photo গুলো আমরা flickr এর মাধ্যমে শেয়ার করতে পারি, তারপর আমাদের কাঙ্খিত বিভিন্ন keyword দ্বারা এটা ট্যাগ করতে পারি। সম্ভব হলে একটা Flickr এ একটা kindle community তৈরি করা।
  • তারপর আপনার product অথবা service সম্পর্কে জানে এমন কোন বিখ্যাত সাংবাদিকের ইন্টারভিউ করতে পারেন। তারপর এটা আপনার blog এ পাবলিশ করুন। এ সম্পর্কিত একটা press release করতে পারেন। তারপর বিভিন্ন interested bloggers এর কাছে ইন্টারভিউটা মেইল করতে পারেন।
এরকম আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি করতে পারেন যার জন্য আপনার extra কোন টাকা খরচ হবেনা, তবে হ্যা সময় তো দেয়া লাগবেই। আর অবশ্য ইচ্ছা করলে এ কাজগুলো বিভিন্ন outsourcer এর মাধ্যমেও করাতে পারেন। Authority site হওয়া খুবই সময় সাপেক্ষ এবং long investment এর ব্যাপার। আপনি আপনার সাইটের ধরন অনুযায়ী আপনার করণীয় ঠিক করুন। আর পরবর্তীতে আরো কিছু টেকনিক আলোচনা করার ইচ্ছা আছে। আর আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আমার জানার ভিতরে থাকলে অবশ্যই আমি উত্তর দেয়ার চেষ্ট করব।
ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।

No comments

Powered by Blogger.