প্রশ্ন. WAN ও Internet সমার্থক- ব্যাখ্যা কর। (অনুধাবন)
উত্তর: WAN একটি সিস্টেম যেখানে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। অপরদিকে Internet ও WAN এর মতো কাজ করে। WAN এর মাধ্যমে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা এবং সংবাদ পাঠানো যায়। ইন্টারনেটের মাধ্যমেও বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা পাঠানো যায়। এ থেকে বলা যায় যে, WAN ও Internet সমার্থক।
No comments