সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল [পর্ব-২৫] :: SMM ও Social Media Presence
এরপর আপনার কাজ হবে নতুন নতুন বন্ধু তৈরি করা। এটা অনেক কঠিন কাজ হয়ে
দাড়াবে, যদি আপনি আপনার রিয়েল নাম বাদ দিয়ে অন্য কোন নামে একাউন্ট তৈরি
করেন। কারণ মানুষ আপনাকে চেনে কিন্তু আপনার নতুন ব্যবসার নাম নাও জানতে
পারে। এজন্য রিয়েল নেম দিয়ে একাউন্ট করলে আপনি কিছু সুবিধাতো পাবেন। নতুন
বন্ধু বানানোর জন্য আপনি যা করতে পারেন তা হল
আরো ভালভাবে সবকিছু manage করার জন্য
অনলাইন কমিউনিটি যোগ দেয়ার আপনাকে অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি জানেন যে, অনেকেই আছে যারা এইসব কমিউনিটিতে যোগ দান করে শুধুমাত্র Backlink তৈরি করার জন্য। এইসব ফোরাম,ব্লগ বা ওয়েব২.০ সার্ভিসের মালিকরাও জানে এসব মানুষ শুধুমাত্র spamming করার জন্য সাইটে মেম্বারশীপ নিয়েছে। তাই এ সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সবসময় মাথায় থাকতে হবে যে, আমি এই ফোরামকে আমার জানার ভিতর থেকে সাহায্য করব এবং বিনিময়ে আমিও কিছু সাহায্য পাবো। তাই আপনাকে এসব ওয়েব২.০ সার্ভিসে ভাল জায়গা করে নিতে হলে, আপনাকে অনেক বেশি সাহায্য সহযোগীতা করতে হবে। ধীরে ধীরে আপনার সর্ম্পকে যখন একটা ভাল ধারণা হয়ে যাবে, তখন আপনার promo এর কাজ করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন অন্য কেউ যেন বিরক্ত না হয়। আপনি যা করতে পারেন:
কোন ওয়েবসাইটে একাউন্ট করার সময় এদের rules and regulations গুলো পড়ে নিতে পারেন। কারণ অনেক ওয়েবসাইটে এরকম নিয়ম থাকে যে আপনি প্রথম কয়েকটি পোস্ট এ কোন লিঙ্ক দিতে পারবেন না(আপনার প্রোডাক্ট বা সাইটএর প্রমোশন সর্ম্পকিত)। যদি দেন এগুলো spam হিসেবে বিবেচনা করা হবে। এমনকি আপনার একাউন্ট পর্যন্ত BAN করা হতে পারে।
কিছু ওয়েবসাইটে এমন সিস্টেম থাকে যে আপনি পোস্টের ভিতরে লিঙ্ক দিতে পারবেন না কিন্তু আপনার Profile/signature এ লিঙ্ক দিতে পারবেন।
আপনার জানেন ব্যাকলিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুগল এর কাছে। আর এ জন্যই সার্চ ইঞ্জিন মার্কেটাররা ব্যাকলিঙ্ককে অনেক বেশি গুরুত্ব দেয়। তাই অধিকাংশ ওয়েবসাইট-ই তাদের back link এর অপশনে 'no follow' attribute যোগ করে রাখে, ফলে গুগল এটাকে তেমন কোন গুরুত্ব দেয় না বা কোন প্রকার Link popularity এটা দিয়ে pass করে না। তবে no follow link এর গুরুত্ব নিয়ে বিভিন্ন seo guru দের দ্বিমত আছে।
আজকের মত শেষ করছি। পড়ার জন্য ধন্যবাদ।
- আপনি যে সমস্ত মানুষ চেনেন তাদের follow করুন
- ধীরে ধীরে তাদের friend দের follow করুন
- তারপর তারা কে কি আলোচনা করে, সেগুলো observe করুন এবং ধীরে ধীরে এদের ভিতর থেকে আগ্রহী লোকজন খুজে বের করে তাদের ফলো করা শুরু করুন।
- তারপর ইচ্ছা করলে আপনি আপনার email address বা অন্যান্য social account এর id দিয়েও আপনার পরিচিত লোকজনদের খুজে বের করতে পারেন।
আরো ভালভাবে সবকিছু manage করার জন্য
- যে কোন community এর সাথে একাত্ম হয়ে যান
- বিভিন্ন ধরনের আলোচনায় যোগদান করুন
- সবসময় অন্য মেম্বারদের প্রতি সহযোগীতাপূর্ণ ও বন্ধুত্বসুলভ আচরণ করুন।
- নিজের ঢোল বেশি পেটাবেন না।
- চোখ কান খোলা রাখুন।
- কখনই হাল ছাড়বেন না।
অনলাইন কমিউনিটি যোগ দেয়ার আপনাকে অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি জানেন যে, অনেকেই আছে যারা এইসব কমিউনিটিতে যোগ দান করে শুধুমাত্র Backlink তৈরি করার জন্য। এইসব ফোরাম,ব্লগ বা ওয়েব২.০ সার্ভিসের মালিকরাও জানে এসব মানুষ শুধুমাত্র spamming করার জন্য সাইটে মেম্বারশীপ নিয়েছে। তাই এ সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সবসময় মাথায় থাকতে হবে যে, আমি এই ফোরামকে আমার জানার ভিতর থেকে সাহায্য করব এবং বিনিময়ে আমিও কিছু সাহায্য পাবো। তাই আপনাকে এসব ওয়েব২.০ সার্ভিসে ভাল জায়গা করে নিতে হলে, আপনাকে অনেক বেশি সাহায্য সহযোগীতা করতে হবে। ধীরে ধীরে আপনার সর্ম্পকে যখন একটা ভাল ধারণা হয়ে যাবে, তখন আপনার promo এর কাজ করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন অন্য কেউ যেন বিরক্ত না হয়। আপনি যা করতে পারেন:
কোন ওয়েবসাইটে একাউন্ট করার সময় এদের rules and regulations গুলো পড়ে নিতে পারেন। কারণ অনেক ওয়েবসাইটে এরকম নিয়ম থাকে যে আপনি প্রথম কয়েকটি পোস্ট এ কোন লিঙ্ক দিতে পারবেন না(আপনার প্রোডাক্ট বা সাইটএর প্রমোশন সর্ম্পকিত)। যদি দেন এগুলো spam হিসেবে বিবেচনা করা হবে। এমনকি আপনার একাউন্ট পর্যন্ত BAN করা হতে পারে।
কিছু ওয়েবসাইটে এমন সিস্টেম থাকে যে আপনি পোস্টের ভিতরে লিঙ্ক দিতে পারবেন না কিন্তু আপনার Profile/signature এ লিঙ্ক দিতে পারবেন।
আপনার জানেন ব্যাকলিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুগল এর কাছে। আর এ জন্যই সার্চ ইঞ্জিন মার্কেটাররা ব্যাকলিঙ্ককে অনেক বেশি গুরুত্ব দেয়। তাই অধিকাংশ ওয়েবসাইট-ই তাদের back link এর অপশনে 'no follow' attribute যোগ করে রাখে, ফলে গুগল এটাকে তেমন কোন গুরুত্ব দেয় না বা কোন প্রকার Link popularity এটা দিয়ে pass করে না। তবে no follow link এর গুরুত্ব নিয়ে বিভিন্ন seo guru দের দ্বিমত আছে।
আজকের মত শেষ করছি। পড়ার জন্য ধন্যবাদ।
No comments