ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

প্রশ্ন. ডেটা চলাচলের ক্ষেত্রে কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর? (অনুধাবন)

উত্তর: আমরা জানি, তারযুক্ত মাধ্যমগুলো হচ্ছে কো-এক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল। কো-এক্সিয়াল ক্যাবল ও টুইস্টেড পেয়ার ক্যাবলে ডেটা প্রেরণের ক্ষেত্রে ডেটা স্পীড ও গন্তব্যের দূরত্ব অনেক কম। পক্ষান্তরে অপটিক্যাল ফাইবারের সাহায্যে ডেটা 2abps পর্যন্ত গতিতে অনেক দূর পর্যন্ত আলোক সংকেত আকারে প্রেরণ করা যায়। তাই অপটিক্যাল ফাইবার ক্যাবল ডেটা প্রেরণে বেশি উপযোগী।

No comments

Powered by Blogger.