ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

প্রশ্ন. ওয়াকিটকিতে একই সাথে কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? (অনুধাবন)

উত্তর: ওয়াকিটকিতে একই সাথে কথা বলা ও শোন সম্ভব নয়। ওয়াকিটকি একটি হাফ-ডুপ্লেক্স ডিভাইস। হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদান ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয়। কারণ আমরা দুটি ওয়াকিটকি দ্বারা কথা বলার সময় এক পক্ষের কথা শেষ হলে অপর পক্ষ কথা শুরু করতে পারে। একসাথে উভয় পক্ষের কথা বলা ও শোনা সম্ভব নয়।

No comments

Powered by Blogger.