ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

প্রশ্ন. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন? (অনুধাবন)

উত্তর: ক্লাউড কম্পিটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটার রিসোর্স। নিম্নলিখিত সুবিধার কারণে ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয়-
১. সার্বক্ষণিক ব্যবহারযোগ্য।
২. যেকোনো সময় যেকোনো স্থান থেকে তথ্য আপলোড ও ডাউনলোড করা যায়।
৩. হার্ডওয়্যার, সফটওয়্যার, লাইসেন্স ফি এর জন্য অধিক অর্থ ব্যয় করতে হয় না।
৪. কম সংখ্যক জনবল নিয়ে অধিক কাজ করার সুবিধা।
৫. পরিচালনা ব্যয় কম এবং কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না।
৬. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয় এবং সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

No comments

Powered by Blogger.