ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

প্রশ্ন. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন? (অনুধাবন)

উত্তর: ডেটা পরিবহনে অপটিক্যাল ফাইবার ক্যাবল নিরাপদ। এটি প্লাস্টিক বা অন্যান্য পদার্থের সমন্বয়ে তৈরি একটি আবরণ, যা ফাইবারকে আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে অনেক দূরত্বে কম সময়ে আলোর গতিতে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। এ ব্যবস্থায় তথ্য পরিবহনে তথ্য ক্ষয় কম হয়। অপটিক্যাল ফাইবার ক্যাবল সাধারণত টেলিযোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে। এছাড়া আলোকসজ্জ্বা, সেন্সর ও ছবি সম্পাদনার কাজেও ব্যবহৃত হচ্ছে। উচ্চ বৈদ্যুতিক রোধের কারণে এ ক্যাবল উচ্চ ভোল্টের বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথেও ব্যবহার করা যায়।

No comments

Powered by Blogger.