ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

প্রশ্ন. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লিখ। (অনুধাবন)

উত্তর: শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা অনেক। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা ক্লাসের শুরুতেই লেকচার এর কপি অনলাইনে অথবা ছাত্রদের সরাসরি দিয়ে দেয়, যার ফলে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া বুঝতে পারে। এছাড়া অনলাইন লাইব্রেরি থেকে বই, গবেষণাপত্র বা প্রবন্ধ পড়া যায়, অনেক ক্ষেত্রে এর জন্য কোনো মূল্যও দিতে হয় না। ফলে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের ক্ষেত্র এখন অনেক বিস্তৃত। আর বিভিন্ন জায়গা থেকে তথত্য আহরণ করে কোনো কাজ তৈরি করে বলে শিক্ষার্থীদের কাজের মধ্যে স্বাতন্ত্র পরিলক্ষিত হয় যা আগে ছিল না।

No comments

Powered by Blogger.