ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

জাভা প্রোগ্রামিং পর্ব ১১তমঃ

আজকের পর্বে আলোচনা করব লুপ স্টেটেমেন্ট নিয়ে । জাভায় তিন ধরণে লুপ আছে । আর লুপ মানে হয় একি জিনিষ বার বার ঘুরে আসা । লুপগুলোঃ
for
while
do..while
ফর লুপের স্টাকচার নিম্নরুপঃ
1. for(initialization;condition;incr/decr){
2. //code to be executed
3. }
স্টাকচার থেকে সহজেই বুঝা যায় যে প্রথমে প্রথমে for কিওয়ার্ড দিয়ে শুরু হবে, তারপর কোথা থেকে কাজ শুরু তার জন্য ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, তারপর কন্ডিশন দিতে হবে, তারপর ভ্যালু বাড়বে না কমবে তা বলে দিতে হবে ।
একটি প্রোগ্রাম দেওয়া আছে চেষ্টা করি তার
মত লিখার ।
1. public class ForExample {
2. public static void main(String[] args) {
3. for(int i=1;i<=10;i++){
4. System.out.println(i);
5. }
6. }
7. }
উপরিউক্ত প্রোগ্রামে i ভ্যারিয়েবলের মান 1 দেওয়া হয়েছে যা ইনিশিয়াল ভ্যালু, তারপর কন্ডিশনে বলা হয় i ভ্যারিয়েবলের মান 10 এর ছোট অথবা সমান হতে পারবে, আর প্রতিবার i ভ্যারিয়েবলের মান এক করে বাড়বে ।
আউটপুট কমেন্ট করে জানান।
No automatic alt text available.

No comments

Powered by Blogger.