ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

জাভা প্রোগ্রামিং পর্ব ১৪শঃ

জাভা প্রোগ্রামে কিভাবে ইনপুট ব্যবহার করব তা লিখব।
প্রথমে java.util প্যাকেজ এর Scanner ক্লাস ব্যাবহার করতে হবে । Scanner ক্লাস এর nextInt(),nextDouble(),next() ইত্যাদি মেথড দ্বারা মূলত ইনপুট নেওয়ার কাজ করা হয় ।
যা যা করতে হবে ...
প্রথমে, java.util.Scanner ইমপোর্ট করতে হবে (import java.util.Scanner;)
তারপর Scanner ক্লাস এর অবজেক্ট তৈরি করতে হবে । (Scanner scan = new Scanner(System.in); )
এরপর
int এর জন্য nextInt()
float এর জন্য nextFloat()
double এর জন্য nextDouble()
String এর জন্য next()
Long এর জন্য nextLong()
মেথড ব্যাবহার করতে হবে ।
নিচের মত একটি প্রোগ্রাম করার চেষ্টা করি।
import java.util.Scanner; public class Input {
public static void main(String[] args) {
int number;
String name;
Scanner scan = new Scanner(System.in);
name = scan.nextLine(); number = scan.nextInt(); System.out.println(number); System.out.println(name);
}
}
No automatic alt text available.

No comments

Powered by Blogger.