ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

জাভা প্রোগ্রামিং পর্ব ১৭ঃ

আজকের পর্বে ক্লাস নিয়ে আলোচনা করব।
ক্লাস (Class):
• ক্লাস হল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং-র মূল অংশ। ক্লাস ব্যবহার করা হয় এক বা একাধিক অবজেক্টকে বোঝানোর জন্য। এটি একটি ইউজার-ডিফাইন্ড ডেটা টাইপ যেটি প্রোগ্রামের মধ্যে বিল্ট-ইন ডেটা টাইপের মত কাজ করে ।
• একটি ক্লাস এর মধ্যে বিল্ট-ইন ডেটা টাইপের কিছু ভেরিয়েবল থাকে এবং ঐ ভেরিয়েবলগুলো এক্সেস করার জন্য কতগুলো ফাংশন থাকে ।
• একটি প্রোগ্রামে আমরা প্রয়োজনমত ক্লাস বর্ণনা করে এবং ঐ ক্লাস টাইপের যে কোন সংখ্যক ভেরিয়েবল বা অবজেক্ট ঘোষনা করতে পারি ।
• একটি ক্লাসকে তিনটি অংশে ভাগ করা যায়, নিম্নে তা উদহরনের মাধ্যমে দখানো যায় …
class Student
{
private float Mark;
protected String Name;
public int Roll;
public void GetData();
public void Display();
}
No automatic alt text available.

No comments

Powered by Blogger.