জাভা প্রোগ্রামিং ৪র্থ পর্বঃ
আজকের পর্বে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই কেননা যারা ৪র্থ পর্ব পর্যন্ত
আসতে পেরেছেন । গবেষণায় দেখা যায় ইনভায়ণমেন্ট সেটাপ করতে করতে অনেক
প্রোগ্রামার ঝড়ে যায় । আপনি সেই ঝড়ে পড়াদের দলভুক্ত হননি । আর যারা নতুন
তারা আগের তিন পর্ব দেখে নিন
যেহেতু কোডিং পরিবেশ তৈরি হয়ে গেছে, আজ কোডিং আমরা শুরু করতে পারি তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক ।
প্রথমেই Eclipse টি ওপেন করি । Eclipse ওপেন করার পর মেনুবার থেকে File এ ক্লিক করি। তারপর NEW -> java project ক্লিক করি।
তারপর নতুন উইন্ডো আসবে সেখানে প্রজেক্টে একটি নাম দিয়ে Finis ক্লিক করি । ( আমি প্রযেক্টে নাম দিয়েছি myproject1) Picture 1
এখন দেখা যাবে প্রজেক্ট টি বাম পাশে যে নাম দিয়েছি সে নামে অবস্থা করছে । আর যে জায়গায় অবস্থান করছে তা হল Project Explorer অংশ ।
সেখান থেকে SRC উপর মাউস রেখে রাইট(RIGHT) ক্লিক করি। এবার সেখান থেকে New -> Class এ ক্লিক করুন। তখন আরেকটি উইন্ডো আসবে। সেখানে আপনার ক্লাস এর একটা নাম দিন। যেমন আমি এখানে দিয়েছি MyFirstJavaProgram । এবার Finish এ ক্লিক করে বেরিয়ে আসুন।
Picture 2
এখন নতুন একটি ক্লাস তৈরি হয়েছে যেখানে যার নাম MyFirstJavaProgram । এই ক্লাসে মধ্যে নিচের কোড গুলো লিখি ।
public static void main(String []args) {
System.out.println("Hello World"); // prints Hello World
}
তারপর মেনু থেকে রান নামের অপশনে ক্লিক করি ।
Picture 3 .
কোড টিকটাক লিখলে নিচের দিকে আউটপুট দেখাবে ।
Hello World
আজকে এইটুকু যদি করতে পারেন তাহলে অনেক , আগামী পর্বে এই কোডগুলোর কাজ বুঝাব ।
হ্যাপি জাভা প্রোগ্রামিং ।
যেহেতু কোডিং পরিবেশ তৈরি হয়ে গেছে, আজ কোডিং আমরা শুরু করতে পারি তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক ।
প্রথমেই Eclipse টি ওপেন করি । Eclipse ওপেন করার পর মেনুবার থেকে File এ ক্লিক করি। তারপর NEW -> java project ক্লিক করি।
তারপর নতুন উইন্ডো আসবে সেখানে প্রজেক্টে একটি নাম দিয়ে Finis ক্লিক করি । ( আমি প্রযেক্টে নাম দিয়েছি myproject1) Picture 1
এখন দেখা যাবে প্রজেক্ট টি বাম পাশে যে নাম দিয়েছি সে নামে অবস্থা করছে । আর যে জায়গায় অবস্থান করছে তা হল Project Explorer অংশ ।
সেখান থেকে SRC উপর মাউস রেখে রাইট(RIGHT) ক্লিক করি। এবার সেখান থেকে New -> Class এ ক্লিক করুন। তখন আরেকটি উইন্ডো আসবে। সেখানে আপনার ক্লাস এর একটা নাম দিন। যেমন আমি এখানে দিয়েছি MyFirstJavaProgram । এবার Finish এ ক্লিক করে বেরিয়ে আসুন।
Picture 2
এখন নতুন একটি ক্লাস তৈরি হয়েছে যেখানে যার নাম MyFirstJavaProgram । এই ক্লাসে মধ্যে নিচের কোড গুলো লিখি ।
public static void main(String []args) {
System.out.println("Hello World"); // prints Hello World
}
তারপর মেনু থেকে রান নামের অপশনে ক্লিক করি ।
Picture 3 .
কোড টিকটাক লিখলে নিচের দিকে আউটপুট দেখাবে ।
Hello World
আজকে এইটুকু যদি করতে পারেন তাহলে অনেক , আগামী পর্বে এই কোডগুলোর কাজ বুঝাব ।
হ্যাপি জাভা প্রোগ্রামিং ।
No comments