ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

Array[1000] এর সবগুলো ইনডেক্সের মান শূন্য করবো কীভাবে?

আপনি যদি অ্যারে গ্লোবালি (ফাংশনের বাইরে) ডিক্লেয়ার করেন তাহলে সবগুলো ইনডেক্সের মান শূন্য হয়ে যাবে।
// Declare Header File

int arr[1000];
int main()
{
    int i;
    for( i=0;i<=9;i++)
        printf("%d",arr[i]);
    return 0;
                                                                                    
memset কিওয়ার্ড ব্যবহার করে করা যায় ।
memset(Array_Name, 0, sizeof(Array_Name));
                                                                                     

memset কিওয়ার্ড ব্যবহার করে করা যায় ।
memset(Array_Name, 0, sizeof(Array_Name)); এভাবে লিখলেই Array এর সবগুলো ইলিমেন্ট 0 হয়ে যাবে । তবে একটা বিষয় জেনে রাখা ভালো আপনি এই পদ্ধতিতে কেবল একটা সম্পূর্ন Array এর মান 0 / -1 দিয়ে পূর্ন করতে পারবেন । অন্যান্য কোন ভ্যালু দিয়ে পূর্ন করতে চাইলে আপনাকে অবশ্যই লুপ চালিয়ে assign করতে হবে -
for(i=0; i<=size_of_array; i++) { 
 Array[i] = Value_as_you_want; 


আরেকটা সমাধান এরকমঃ
#include<stdio.h>

main()
{
    int array[100] = {0}; // all array elements are zero

    int i;

    for(i = 0; i<100 ; i++)
    {
        printf("%d\n",array[i]);
    }

}
সি প্লাস প্লাসে fill_n() ফাংশন দিয়েও এটি করা যায়। ফাংশনটি তিনটা প্যারামিটার নেয়
১ম প্যারামিটার = যে ইনডেক্স থেকে একটি নির্দিষ্ট ভ্যালু আসাইন শুরু হবে।
২য় প্যারামিটার = কয়টা ইনডেক্সের ভ্যালু পরিবর্তন হবে।
৩য় প্যারামিটার = ইনডেক্সগুলোতে যে ভ্যালুটি রাখা হবে।
এখন fill_n() দিয়ে আপনার সমস্যার সমাধান করা যায় এভাবে-
fill_n(Array, 1000, 0);
১ম প্যারামিটারে শুধু অ্যারে ভ্যারিয়েবলটার নাম লিখলে বাই-ডিফল্ট শূন্য ইনডেক্স থেকে
 ভ্যালু আসাইন শুরু হবে।
 #include<stdio.h>

main()
{
    int array[100] = {0}; // all array elements are zero

    int i;

    for(i = 0; i<100 ; i++)
    {
        printf("%d .",i);
        printf("%d\n",array[i]);
    }

}

No comments

Powered by Blogger.