ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

The structure of a program in C | HELLO WORLD

#include<stdio.h>
int main()
{
// printf() displays the string inside quotation
printf("Hello, World!");
return 0;
}
১ম প্রোগ্রামিং
এখানে সি এর সব থেকে বেসিক প্রোগ্রাম দেয়া হয়েছে ।
প্রোগ্রাম অনেকটা মানুষের মত ।
মানুষের যেমন মাথা(head) , গলা,বডি আছে তেমনি প্রোগ্রামেরও মাথা , গলা,বডি(body) আছে ।
*//এই প্রোগ্রামের মাথা হল " #include< > "।গলা হল int main()"
*//আর বডি হল " { ............................ ............................ ............................ } " ***এখানে যাকে আমরা মাথা বলেছি সেটা কে প্রোগ্রামের ভাষায় header file বলা হয় । অর্থাৎ #include< > এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে header file । প্রোগ্রামের দিকে খেয়াল করলে দেখবেন #include< > এর মধ্যে " stdio.h " ব্যবহার করা হয়েছে । কোন প্রোগ্রামে input বা output বা উভয়ের কাজ করতে গেলে stdio.h ব্যবহার করা হয় । যেহেতু প্রতিটি প্রোগ্রামে input output নিয়ে কাজ করা লাগে সেহেতু প্রতিটি প্রোগ্রামের শুরুতে " #include<stdio.h> " লিখতে হয় ।
*** বোঝা ও মনে রাখার সুবিধার্থে " int main() " কে মাথা ও বডির মাঝে মধ্যের সংযোগ স্থল ধরে নিন । ব্যপারটা এই ভাবে ভাবুন বেচে থাকার জন্য গলা কিন্তু আবশ্যক যদি আপনার গলা না থাকে তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেননা তেমনি " int main() " না থাকলে প্রোগ্রামও বাঁচবে না ।
***main ( ) হল যেখানে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয় । সুতরাং এখান থেকেই আপনার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে । " int main() { ............................ ............................ ............................ } " হল প্রোগ্রামের মূল এবং এখানেই আপনাকে কোড আসল কোড লিখতে হবে । এই কোডিং এ int main () মূল ফাংশন যেখানে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়েছে।
*** প্রোগ্রামের মধ্যে "// " ব্যবহার করা হয়েছে । প্রোগ্রামের মধ্যে কমেন্ট লিখতে "//" ব্যবহার করা হয় । "//" এর পর যা লেখা হোক না কেন তা এক্সিকিউশন হয় না ।
printf("Hello, World!"); প্রোগ্রামটি রান করলে Hello World!পর্দায় প্রদর্শিত হবে। মূলত যদি আপনি কোন কিছু রান করার পর তা পর্দায় প্রদর্শন করতে চান তাহলে তাprintf( ) ব্যবহার করতে হয় যেভাবে প্রোগ্রামটিতে ব্যবহার করা হয়েছে ।
printf( )মুলত আউটপুটের কাজ করে। *** return 0 ; একটি C প্রোগ্রামে স্টেটমেন্টটি optional: যদি প্রোগ্রামে return 0 ;ব্যবহার করা না হয় কম্পাইলারে স্বয়ংক্রিয়ভাবে একটি return 0 ; যোগ করে ।
রিটার্ন ভ্যালু হল আপনার প্রোগ্রামের exit কোড, shell (বা অন্য কোনো অ্যাপ্লিকেশন যা ran হয়) এটি পড়তে ও ব্যবহার করতে পারে।
0 কোড কে exit করে । আর বলে OK the program execution was successfull ।
নোট ঃ ১)compiler এ C এর কোড কে .c দ্বারা সেভ করতে হয় । ২) যে সব লাইনের শেষে ";" আছে তাদেরকে statement বলে । অনেকগুলো statement এর সাহায্যে একটি প্রোগ্রাম তৈরি করা হয় ।
পোস্টটি পড়ে থাকলে কেমন লেগেছে অনুগ্রহ করে মতামত জানাবেন ।

No comments

Powered by Blogger.