ICT Private program

A Creative ICT Private Program for H.Sc Student's

সি প্রোগ্রামিং কি? - প্রাথমিক ধারনা

সি প্রোগ্রামিং শেখা শুরু করার পূর্বে চলুন সি প্রোগ্রামিং ভাষাটির সঙ্গে পরিচিত হয়ে নিই।
সি সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন অপারেটিং সিস্টেম (যেমন-উইন্ডোজ, আইওএস, লিন্যাক্স ইত্যাদি) থেকে শুরু করে নানা ধরনের সফটওয়্যার নির্মানে সি এর ব্যপক ব্যবহার রয়েছে। এমনকি 3D মুভি তৈরি করতেও সি ব্যবহৃত হয়। এক কথায়, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে সি এর পদচারনা নাই।
সি একটি অত্যন্ত কার্যকরী(highly efficient) প্রোগ্রামিং ভাষা । প্রায় ৪৪ বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয় থাকার এটাই হয়ত মূল কারণ।
স্টান্ডার্ড সি প্রোগ্রাম বহনযোগ্য(portable)। একটি সিস্টেমের জন্য লিখিত কোড কোনো ধরণের পরিবর্তন ছাড়াই অন্য অপারেটিং সিস্টেমে কাজ করে।
আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি যে, প্রোগ্রামিং শেখা শুরু করার জন্য সি একটি সহজ ও সুন্দর ভাষা। আপনি যদি সি প্রোগ্রামিং জানেন, তাহলে আপনি শুধু সি প্রোগ্রাম কিভাবে কাজ করে এটাই বুঝবেন না, বরং কম্পিউটার কিভাবে কাজ করে তার একটি মানষিক চিত্র আঁকতে পারবেন।

No comments

Powered by Blogger.